খাগড়াছড়িতে শুরু হলো মর্মের বলী খেলা

Published: 23 May 2015   Saturday   

দেশের খ্যাতিমান বলী ও পুলিশের পরিদর্শক মর্ম সিংহ ত্রিপুরার নামে শনিবার খাগড়াছড়িতে শুরু হয়েছে মর্মের বলী খেলা। বলীখেলায় মংশি মারমা ও সৃজশ চাকমা যুগ্মভাবে চ্যাম্পিয়ন হন।

 

জেলা শহরের খাগড়াপুর গ্রীনল্যান্ড মাঠে অনুষ্ঠিত খেলার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম। সমাজকর্মী সুকমল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশে-বিদেশে পরিচিত বলী মর্ম সিংহ ত্রিপুরা ছাড়াও উপজেলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, সমাজকর্মী কৈলাস ত্রিপুরা বক্তব্য রাখেন।

 

সভায় মর্ম সিংহ ত্রিপুরা বলেন, তিনি দেশে-বিদেশে সন্মান কুড়াতে পারলেও নিজের জন্মস্থান খাগড়াছড়িই আমার শেষ ঠিকানা। দেশের তরুণ সমাজকে সংগঠিত করে ক্রীড়া ও শরীরচর্চার মাধ্যমে তাদের মেধা বিকাশের ব্যবস্থা করা গেলে বাংলাদেশের প্রতিটি জনপদে ভালো মানের খেলোয়ার বেড়িয়ে আসবে। তিনি খাগড়াছড়িতে নিজস্ব উদ্যোগে একটি ক্রীড়া কমপ্লেক্স এবং অনাথালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।

 

পরে অতিথিরা খেলা উপলক্ষে আয়োজিত লাকী কুপন ড্র এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

উল্লেখ্য, মর্ম সিংহ ত্রিপুরা খাগড়াছড়ি জেলাশহরের অদূরে ঠাকুরছড়া গ্রামের বাসিন্দা। তাঁর নামানুসারে এখন থেকে প্রতি বছর বৈসাবি শেষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে ‘মর্মের বলী খেলা’।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত