লক্ষীছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত অংসিহ্লা মারমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Published: 23 May 2015   Saturday   

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত অংসিহ্লা মারমা হত্যার  প্রতিবাদে শনিবার  মারমা ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুইচিং মারমা, আহবায়ক বাংলদেশ ছাত্র ঐক্য পরিষদ, খাগড়াছড়ি , সাচিং মারমা, যুগ্ন আহবায়ক যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি, মংসানাই মারমা, সভাপতি, মারমা উন্নয়ন সংসদ,রাপ্রু মারমা, সাবেক সভাপতি সদর শাখা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, আনুমং মারমা, সম্পাদক মারমা ছাত্র  ঐক্য পরিষদের সিন্দুকছড়ি শাখা, সাথৈইপ্রু মারমা, মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কংজপ্রু মারমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার  প্রাঙ্গন থেকে   শুরু করে শহরের শাপলা চত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। 

 

সমাবেশে বক্তারা অংসুইহ্লা মারমাকে ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা হত্যা করেছে অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীরা অংসুইহ্লাকে গুলি করে হত্যার পর  ৩৫হাজার টাকার দামে সনি মোবাইল, তিন হাজার অধিক নগদ টাকা, প্লাটিনা মোটর সাইকেল কেড়ে নেয়।

 

বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে যদি  সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারন করা হয়েছে। 

 

বাংলাদেশ মারমা সংগঠন ছাত্র ঐক্য পরিষদের সম্পাদক উত্তম মারমা জনান, এই ঘটনায় পূর্বপরিকল্পিত ভাবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র ৬/৭জনের কর্মীরা হামলা চালিয়ে হত্যা করেছে।  তবে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, এ ধরনের ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়। তাদের এ ধরনেরকোন সশস্ত্র সংগঠন নেই।  ইউপিডিএফ গণতন্ত্রের আন্দোলনের বিশ্বাসী।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত