বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লামা পৌরসভার ৬নং ওয়ার্ডে সিলেডি পাড়াতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফিরোজ মিয়া(৫৫) পিতা- অজ্ঞাত, আনোয়ারা বেগম(২৮) স্বামী- খুরশেদ আলম, রিয়া মনি(১০) পিতা- খুরশেদ আলম, আইয়ুব আলী(১২) পিতা- মোঃ খলিল। তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লামা পৌরসভার ৬নং ওয়ার্ডে সিলেডি পাড়া উপর দিয়ে ঝড়োবৃষ্টি ও বজ্রপাত হয়। এতে ঝড়োবৃষ্টিতে বাড়ীঘর লন্ডভন্ড হয়ে যায় অর্ধশত ঘরবাড়ি। এসময় আকস্মিক বজ্রপাতে তিন জন আহত হয়।
প্রত্যক্ষদর্শি আবুল কাসেম জানান, আকস্মিক বজ্রপাতের শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন পাশের বাড়িতে চিৎকার করছে। পরে তিনি সেখানে গিয়ে বজ্রপাতে আঘাত প্রাপ্তদের চিকিৎসার জন্য মাহিন্দ্র যোগে লামা হাসপাতালে প্রেরন করেন। আহতদের দু’জনের অবস্থা আশংকাজনক।
লামা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ছরোয়ার আলম জানান বজ্রপাতে চার আহত হয়েছে বলে শুনেছি। তাদের দ্রুত লামা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.