ঢাকায় গারো জাতিসত্তার এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।
শনিবার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকি চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শুধু সমতলে নয়, পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের চিত্র আরও বেশি ভয়াবহ। পার্বত্যাঞ্চলে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ও তাদের যোগসাজশেই নারী নির্যাতনের ঘটনা ঘটে থাকে। দীর্ঘ ১৯ বছর অতিক্রান্ত হলেও কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার দোসরদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৭ জন পাহাড়ি নারী ও শিশু যৌন নিযাতনের শিকার হয়েছেন।
বিবৃতিতে নারীদের উপর যৌন নির্যাতনর মাত্রা বৃদ্ধির কারণ হিসেবে বিচারহীনতাকেই দায়ি করে বলা হয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হলে এ ধরনের ঘটনা অনেকাংশে কমে যেতো। বিবৃতিতে অবিলম্বে গারো তরুণীকে ধর্ষণকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.