সতীন্দ্র ত্রিপুরার হত্যাকারীদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

Published: 24 May 2015   Sunday   

খাগড়াছড়ি জেলা সদরের ধর্মঘর এলাকায় সাবেক সেনা সার্জেন্ট সতীন্দ্র লাল ত্রিপুরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে  রোববার মানববন্ধন কর্মসূচী পালন করেছে গোলাবাড়ী ও পেরাছড়া ইউনিয়নের বাসিন্দারা।

 

শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন আধ ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইউপি সদস্য সুকমল ত্রিপুরা, সমাজকর্মী বিপ্লব ত্রিপুরা, এলাকাবাসীর পক্ষে দয়াল কুমার দেওয়ান, রে¤্রাচাই মার্মা এবং নিহতের পুত্র রণিক ত্রিপুরা।

 

বক্তারা, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ও পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মোঃ মিজানুর রহমান এর মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

উল্লেখ্য, গত ১৬ মে খাগড়াছড়ি সদরের ধর্মঘর এলাকার স্থায়ী বাসিন্দা সতীন্দ্র লাল ত্রিপুরাকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলেও পুলিশ এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত