লক্ষীছড়িতে অংসিলা মারমা নিহতের ঘটনায় ইউপিডিএফকে জড়ানো ষড়যন্ত্রেরই অংশ

Published: 24 May 2015   Sunday   

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ২২ মে অজ্ঞাতদের হামলায় অংসিলা মারমা নামে এক যুবক নিহতের ঘটনায় ইউপিডিএফকে জড়ানো সরকারের সুগভীর ষড়যন্ত্রেরই অংশ উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

রোববার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, অংসিলা মারমা নিহতের ঘটনা কোন প্রকার তদন্ত ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউপিডিএফকে দায়ী করা অত্যন্ত দুঃখজনক। এটা ইউপিডিএফের বিরুদ্ধে সরকারের সুগভীর ষড়যন্ত্রেরই অংশ। এ ঘটনার সাথে ইউপিডিএফের কোন সংশ্লিষ্টতা নেই।

 

প্রেস বার্তায় আরও বলা হয়,ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত-নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইউপিডিএফের এই ন্যায়সঙ্গত আন্দোলনে বাধা সৃষ্টি করতে সরকার ও পার্বত্য চট্টগ্রামের একটি শক্তিশালী মহল নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে অংসিলা মারমা নিহত হওয়ার ঘটনাকে পুঁজি করে পাহাড়িদের মধ্যেকার একটি সুবিধাবাদী অংশকে ইউপিডিএফের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত