নিয়োগ ও বদলীর ক্ষেত্রে কারোর তদবির গ্রহণ করা হবেনা--বৃষ কেতু চাকমা

Published: 25 May 2015   Monday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, শিক্ষক নিয়োগ ও এক উপজেলা থেকে অন্য উপজেলা বদলীর ক্ষেত্রে কারোর সুপারিশ ও তদবির গ্রহণ করা হবে না। মেধাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই জেলা পরিষদের সকল নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, যে উপজেলার শূন্য পদে প্রার্থী রয়েছে আমরা সে অনুসারেই নিয়োগ প্রদান করছি। তিনি বদলীর বিষয়েও কাউকে কোন সুপারিশ না করার আহ্বান জানান। 

 

সোমবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন। এসময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভীর আজম ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদ উল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিনসিন মারমা’সহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ  জানান,কলেজের ভবনের অবস্থা খুবই নাজুক। জেলার জাতীয় সংসদ সদস্য এবং সরকারি উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা কলেজ ভবনের এ ভগ্নদশা পরিদর্শন করেছেন। তিনি মন্তব্য করেন, কলেজ ভবন সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটে যেতে পারে। এছাড়া বিগত ১৫ বছর আগে নির্মিত মহিলা হোস্টেলটি পানি সরবরাহ না থাকায় ও আসবাবপত্রের অভাবে অব্যবহ্নত অবস্থায় পড়ে আছে। তিনি প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। 

 

জেলা পিটিআই কর্মকর্তা শ্যামল বড়–য়া জানান, বর্তমানে পিটিআই এ ১১৭জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির চলাচলের একমাত্র রাস্তাটির পাশে পৌরসভা কর্তৃক স্ট্রীট লাইট প্রদানের ব্যবস্থা গ্রহণ করার কথা থাকলেও এখনো পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্প কর্মকর্তা জানান, জুরাছড়ি ও বরকল উপজেলায় বিদ্যুৎতায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।

 

মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা মুকুল বড়ুয়া জানান, কাপ্তাই হ্রৃদ থেকে এ বছরের এপ্রিল মাসে ৭৮২ মেঃ টন মাছ আহরণ করা হয়েছে যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশী এবং প্রায় এক কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। তিনি বলেন, গত ১৮ মে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ করা হয়েছে এবং ২৩ মে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের মাধ্যমে কাপ্তাই হ্রদে ২২ মেঃটন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছ বন্ধের মৌসুমে মা মাছ রক্ষায় কোস্ট গার্ড নিয়োজিত রয়েছে। 

 

বিটিসিএল এর কর্মকর্তা জানান, ২০ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত টেলিযোগাযোগ সেবা পক্ষ চলবে। এ সেবার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে টেলিফোন, ব্রডব্যান্ড সংযোগ ত্রুটিমুক্তকরণ, নতুন টেলিফোন সংযোগ, স্থানান্তর ও টেলিফোন বিল সংক্রান্ত সমস্যা নিরসন করা হবে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক জানান, বাঘাইছড়ি, নানিয়ারচর, লংগদু ও রাজস্থলী উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের কাজ চলছে এবং রাঙামাটিবাসীর সুবিধার্থে জেলা পরিষদ থেকে একটি মোবাইল ফোন ফায়ার সার্ভিস এ প্রদান করা হয়েছে(০১৮২০৩২৬২০০)।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের প্রতিনিধি জানান, সম্প্রতি বাঘাইছড়ি দুর্গম সাজেকে পানিবাহিত ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীদের সাহাযার্থে  রাঙ্গামাটি ইউনিটের পক্ষ থেকে ঔষধ ও খাবার বিতরণ করা হয়েছে।

 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদ উল্লাহ বলেন, বর্তমানে জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি যে কোন ধরনের আইন বিঘিœতকারী, মাদকসহ নানা অপরাধের বিষয়ে ০১৭৩০৩৩৬১৩৯ নম্বরে কল করার জন্য অনুরোধ জানান। তিনি আগামী ৩ জুন থেকে জেলার রেজিষ্ট্রেশনবিহীন ও অবৈধ মোটর সাইকেল ধরার বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান।

 

সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, রাঙামাটি সরকারি কলেজের মহিলা হোস্টেলে আগামী এক সপ্তাহের মধ্যে পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হোস্টেলের আসবাবপত্রের একটি তালিকা পরিষদে প্রেরণের অনুরোধ জানান কলেজ কর্তৃপক্ষকে। তিনি কাপ্তাই হ্রদে অবমুক্ত পোনা ও ডিমওয়ালা মাছ রক্ষা এবং এ জেলার বসবাসরত মানুষের সার্বিক কল্যাণে সকলের সহযোগিতা কামনা ও পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত