সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন কাজ করতে হবে-- জেলা প্রশাসক

Published: 25 May 2015   Monday   

রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেছেন সকল জাতি ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ দেশের উন্নয়নে কাজ করতে হবে।

 

সোমবার বরকল উপজেলার সার্বিক আইন শৃঃখলা পরিস্থিতি,মানসম্মত শিক্ষা,দুনীর্তি দমন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা ও গণ শুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা উপজেলা ভাইস চেয়ারম্যান বিধান চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা প্রভাত কুমার চাকমা,দিলিপ কুমার চাকমা শ্যামরতন চাকমা থানার এস আই হাসান মুক্তিযোদ্ধা কমান্ডার হেমায়েত আলম, কৃষি কর্মকর্তা বাচিরুলর আলম।

 

এছাড়াও জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট গোলাম মোর্শেদ খান পুলিশ ও বিজিবির প্রতিনিধি উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, মোবাইল নেটওর্য়াক উপজেলা পরিষদের তহবিল সংকট সীমান্তে বিজিবির বিওপি ক্যাম্প স্থাপনে সমস্যা সহ নানা সমস্যার সমাধানের সহযোগিতার  অনুরোধ জানান। এছাড়াও কর্ণফুলি নদীর ড্রেজিংয়ের জন্য সহায়তার দাবী জানান।

 

সভায় জেলা প্রশাসক উপজেলার সার্বিক আইন শৃঃখলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা  সমাধানের আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত