লক্ষীছড়িতে হরতাল পালিত

Published: 26 May 2015   Tuesday   

খাগড়াছড়ির লক্ষীছড়িতে অংসুইহ্লা মারমার হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মারমা ছাত্র ঐক্য পরিষদের ডাকা মঙ্গলবার উপজেলায় শান্তি হরতাল পালিত হয়েছে।

 

লক্ষীছড়ি উপজেলায় হরতাল চলাকালে উপজেলা সদরে সংবাদকর্মী ও মেডিকেলে জরুরী কাজে থাকা কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও ভারী যানবাহন চলাচল করতে দেয়নি । সকাল থেকে সিন্দুকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি গামী বাস ছেড়ে যায়নি। বিকেল পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লক্ষ্মীছড়ি হাসপাতাল, শিলাছড়ি পাড়া, লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের গবা পাড়া, মেজর পাড়া, মংহ্লা পাড়া, লক্ষ্মীছড়ি সদর এলাকায় প্রধান সড়কে হরতাল সমর্থনকারীরা কিছু মোটর সাইকেল, অটো সিএনজি আটকে রাখা হয়।

 

হরতাল চলাকালে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ  ও এলাকাবাসী হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিরটি উপজেলার  শিলাছড়ি থেকে শুরু হয়ে উপজেলা অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্ষন্ত গিয়ে আবারও শিলছড়িতে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে মারমা উন্নয়ন সংসদদের লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি নিসাইপ্র“ মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক পাইসাউ মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক উথোয়াচিং মারমা উত্তম প্রমূখ ।

 

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দুর্বৃত্তদের খুঁেজ দ্রুত গ্রেপ্তার করা ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় । এছাড়াও বিগত বছরের ক্যজাইরি মারমা,জয় কুমার চাকমা হত্যা ও কল্পনা রাণী চাকমা’র উপর নির্বিচারে গুলি বর্ষনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনাসহ  প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানান ।

 

উল্লেখ্য ২২ মে হাজাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে  বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি ও মোটর সাইকেল চালক অংসুইহ্লা মারমা(২৫) নিহত হন।  এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) করেছিল সংগঠনটির পক্ষ থেকে। তবে ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা জড়িত থাকার কথা অস্বীকার করে দাবী করেছেন যারা এ ঘটনা ঘটিয়েছে তারা  তার সংগঠনের কর্মীর নয়। ইউপিডিএফেরকোন সশস্ত্র সংগঠন নেই, তারা গনতন্ত্রের আন্দোলন মাধ্যমে আদায় নেওয়া বিশ্বাসী।

 

লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিজানুর রহমান হরতাল চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  হরতাল চলাকারে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত