সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন-ভাবনা বিষয়ে মঙ্গলবার বিলাইছড়িতে র্যালী,আলোচনা সভা ও চলচ্চিএ প্রদর্শিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিলাইছড়ি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন তথ্য অফিসার মোহাম্মদ হারুন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা,প্রেস ক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদার,আ.লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা,এমপি প্রতিনিধি বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার প্রমুখ। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদর প্রদক্ষিন করে উপজেলা মিলায়তনে গিয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে সরকারের উন্নয়ন কার্যক্রমের ওপর চলচ্চিএ প্রদর্শন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে এতে বাংলাদেশ আরো সমৃদ্ধ ও উন্নত হবে। বক্তারা সরকারী উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়ন অগ্রযাএায় ভূমিকা রাখার জন্য আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.