রাঙামাটি শহরের সরকারী পর্যটন এলাকায় বুধবার সন্ধ্যার দিকে কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রাজধানীর মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গোলাম আহমেদ নেহালের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরিরা। রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নেহালের বাবার নাম গোলাম কবীর ভুইঁয়া,ধানমন্ডি এলাকায়।
পুলিশ জানায়, বুধবার মৃত গোলাম আহমেদ নেহালসহ চার বন্ধু মিলে ঢাকায় থেকে রাঙামাটি শহরে বেড়াতে আসে। সন্ধ্যার পৌনে ৬টার দিকে তারা সরকারী পর্যটনের ঝুলন্ত সেতুর পাশ্ববর্তী এলাকায় সাতাাঁর কাটতে নামে। সাতাঁর কাটার সময় ওপার থেকে ওপারে তিন বন্ধু কুলে আসতে পারলেও হেনাল নিখোঁজ হয়। অনেক খোঁজাখোজির পর নেহালকে না পেয়ে তারা পর্যটন কর্তৃপক্ষকে খবর দেয়। এতে পর্যটন কর্তৃপক্ষ স্থানীয় দমকল বাহিনী ও নৌ বাহিনী সদস্যদের খবর দিলে কাপ্তাই হ্রদের পানিতে নিখোজ ছাত্রের উদ্ধারের তৎপরতা চালায়। খোজাখুজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে নৌবাহিনীর ডুবুরিরা যে স্থানে সাতাঁর কাটছিল ওই স্থানের কিছু দূরে নেহালের লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালের দিকে নেহালসহ চার বন্ধু রাঙামাটিতে পৌছার পর শহরের একটি আবাসিক হোটেলে উঠে বলে জানা গেছে।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নৌ বাহিনীর ডুবুরিরা রাত সাড়ে ১০টার দিকে পর্যটন এলাকার কাপ্তাই হ্রদের পানির তলদেশ থেকে ওই ছাত্রের উদ্ধার করে। লাশ বর্তমানে কতোয়ালী থানায় রাখা হয়েছে। মৃত নেহালের অভিভাবকরা ঘটনার শুনার পর ঢাকা রাঙামাটি উদ্দেশ্য রওনা দিয়েছেন। তারা পৌঁছলে লাশ হস্তান্তর করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.