রাঙামাটির পুলিশ সুপার মোঃ সাঈদ তারিক হাসান বলেছেন, পুলিশ জনতা আর জনতাই পুলিশ এ মন্ত্রে দীক্ষিত হয়ে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। পুলিশ জনতা এক সাথে কাজ করলে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়া সম্ভব হবে।
মঙ্গলবার ইউএনডিপির সিএইটিডিএফ এর অর্থায়নে বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কমিউনিটি পুলিশিং সভা বিদ্যালয়ের কৃর্তি ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যই তিনি এসব কথা বলেন।
বরকল মডেল থানার অফির্সাস ইনচার্জ নিলু কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনডিপির জেলা কর্মকর্তা মোঃ আবু সালেহ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বক্তব্য রাখেন। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে থানার এস আই সালাউদ্দিন এস আই হাসান এএস আই মোমিন,আমিনুল ইসলাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংসিংথোয়াই মগ দীপক কর্মকার কৃঞ্চা দেওয়ান মানেই রাখাইন তপুটি চাকমা ও জাহানারা বেগম সহ অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার। আলোচনা সভা শেষে বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃর্তি ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও শিক্ষক শিক্ষিকাদের মাঝে ছাতা বিতরণ করেন পুলিশ সুপার।
উপজেলার সার্বিক আইন শৃঃখলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার আরও বলেন, এ ধারা বজায় রাখতে পারলে এ অঞ্চলের শান্তি সমৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ চারিতার্থ করার জন্য বিভিন্ন গুজব রটিয়ে পারষ্পরিক আস্থা বিশ্বাস ও সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। তাদের কাছ থেকে সকলকে সর্তক থাকার জন্য তিনি পরামর্শ দেন। এছাড়া তিনি এলাকায় দেশীয় মাদক উৎপাদন বন্ধ করা সহ বাল্য বিবাহ,ইভটিজিং জুয়া সংক্রান্ত নানা অনৈতিক কর্মকান্ড সংঘটিত হতে দেখলে সাথে সাথে পুলিশকে খবর দেয়ার জন্য ও আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.