মানিকছড়িতে অজ্ঞাতনামা প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

Published: 27 May 2015   Wednesday   

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সকালে জেলার মানিকছড়ি উপজেলা পোস্ট অফিস সংলগ্ন একটি ডোবা তেকে অজ্ঞাতনামা প্রতিবন্ধী আনুমানিক ১৭/১৮বছরের যুবকের লাশ উদ্ধার করা হয় ।

 

এলাকার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মানিকছড়ি উপজেলা বুধবার সকাল আনুমানিক ৭টার সময় এলাকার স্থানীয়রা পোস্ট অফিস সংলগ্ন ডোবাটিতে একটি লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে থানায খবর দেয় । খবর পেয়ে মানিকছড়ি থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যুথিকা সরকার তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে থানায় নিয়ে আসেন ।

 

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে মানসিক প্রতিবন্ধী যুবকটি এলাকায় ঘোরাফিরা করতে দেখা যেত। গত মঙ্গলবার দিবাগত রাতে ফজলুল দোকানের পিছনে পোষ্ট অফিস সংলগ্ন একটি টেবিলে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখা গেছে বলে জানা গেছে । ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় কোন না কোনভাবে সে পাশের ডোবায় পড়ে গিয়ে মারা যেতে পারে ।

 

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশ সনাক্ত না হলে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন সম্পন্ন করা হবে বলে ওসি শফিকুল ইসলাম জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত