মানিকছড়িতে ডিজিটাল মেলার উদ্বোধন

Published: 27 May 2015   Wednesday   

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বুধবার থেকে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে ।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা টাউন হলে  এই মেলা শুরু হয় । উক্ত মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী যুথিকা সরকার সভাপতিত্বে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান ম্রাগ্য মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল আওয়াল প্রমুখ ।

 

বক্তারা বলেন, বর্তমান সরকার জনগনের বান্ধব । তাই  জনগনের  ও দেশ উন্নয়নের বিভিন্ন দিক চিন্তা করে ডিজিটাল গড়ার ক্ষেত্রে দেশনেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে ।

 

এসময় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাসহ  বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের  কর্মকর্তা উপস্থিত ছিলেন । মেলায় ০৪টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ১০টি স্টল অংশগ্রহন করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত