আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থ ইউএনডিপি অর্থায়নের খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদে ১৫টি প্রকল্পের মাধ্যমে প্রতিটি প্রকল্প ৫ লাখ করে ৭৫ লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে। এর ফলে দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত হাজার হাজার মানুষ উপকৃত হল। এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে ইউএনডিপির পাড়া উন্নয়ন কমিটিগুলো।
ইউনিয়ন পরিষদ ও পানছড়ি উপজেলা ইউএনডিপি অফিস সূত্রে জানা যায়, ১৫ প্রকল্পের মধ্যে ৭টি কাঁচা সড়ক নির্মাণ, ৩টি সেচ ড্রেন, ২টি কালভাট ২টি ব্রীক ফ্লাট সলিং ও নালকাটা জুনিয়র বিদ্যালয়ে ক্লাশ রুম সম্প্রসারণ কাজ ১টি। উপজেলা প্রতিটি ইউনিয়নের ১৫ লাখ করে উন্নয়ন কাজ করা হয়েছে। লোগাং ইউনিয়নের লোগাং সদর- মাচ্ছ্যছড়া পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ ১টি, ২টি কালভাট, ১টি সেচ ড্রেন। চেংগী ইউনিয়নে ১টি কাঁচা রাস্তা নির্মাণ, ১টি ব্রীক সলিং ফ্লাট। পানছড়ি ইউনিয়নে একটি কাঁচা রাস্তা, ১টি কালভাট ও ১টি সেচ ড্রেন। লতিবান ইউনিয়নের কাঁচা রাস্তা নির্মাণ ২টি ও নালকাট জুনিয়র বিদ্যালয়ে শ্রেণি কক্ষ বর্ধিত করণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, ইউনিয়ন পরিষদে আর্থিক সংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকাবাসীর চাহিদা আর আমার নির্বাচনী ওয়াদা মতো অনেক কাজ বাস্তবায়ন করতে পারছিনা। এলাকাবাসীর চাহিদা অনুযায়ী কাজগুলো বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার মির্জাবিল হইতে গগণ চন্দ্র পাড়া হইয়া বড়মুড়া পাড়া পর্যন্ প্রায় ৬ কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে ঐ এলাকার ১০ থেকে ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ সড়ক যোগাযোগের সুবিধা পেলো। এতে হাজার হাজার কৃষক তাঁদের উৎপাদিত ফসল বাজারজাত করনের সুবিধা পেলো।
ইউএডিপির পানছড়ি উপজেলা কোÑঅর্ডিনেটর কৃত্তিকা চাকমা বলেন ইউএনডিপির পাড়া উন্নয়ন কমিটির সদস্যরা প্রকল্প বাস্তবায় কমিটি করে প্রকল্প বাস্তবায়ন করেছে। সেজন্য কাজগুলো খুবই সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে।
তিনি আরও বলেন তিনি পানছড়ি উপজেলার সন্তান। এলাকায় উন্নয়নে ভূমিকা রাখতে পেরে আমি খুবই খুশি। খুবই আন্তরিকতা আর সততা নিয়ে কাজগুলো তদারকি করেছি। আশা করি ভবিষতেও সুবধা বঞ্চিত দুর্গম এলাকার মানুষের জন্য উন্নয়ন করতে পারবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.