পানছড়িতে ডিজিটাল মেলার উদ্বোধন

Published: 27 May 2015   Wednesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বুধবার থেকে দুদিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে এ মেলার  উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.টি.এম কাওছার হোসেন। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক সভাপতিত্বতে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুলতান মাহামুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল বিভাগীয় প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার সাজানো ১২টি ষ্টল পরিদর্শন করেন। বৃহস্পতিবার  পর্ষন্ত এ মেলা চলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত