খাগড়াছড়িতে আইডিইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর উপলক্ষে সভা

Published: 28 May 2015   Thursday   

খাগড়াছড়ি পার্বত্য জেলার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে বুধবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা আইডিইবি ভবনে এই সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি)-র কেন্দ্রীয় সভাপতি এ কে এম হামিদ।  আইডিইবি জেলা নির্বাহী কমিটির সভাপতি আব্দুস সালাম চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি জাফর আহমেদ সাদেক, কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খন্দকার মাইনুর রহমান এবং নির্বাহী সদস্য মোঃ আতিয়ার রহমান। খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ইন্সট্রাক্টর মোঃ সাদেকুর রহমান  অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন এবং আইডিইবি-খাগড়াছড়ির তথ্য ও প্রচার সম্পাদক চাইথোয়াই মারমা। সভায় দীঘিনালা, মাটিরাংগা, রামগড়সহ অধিদপ্তরের বিভাগীয় সভাপতি/সম্পাদক ও প্রকৌশলী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম হামিদ বলেন, বর্তমান সরকারের ২০২১ সাল নাগাদ প্রস্তাবিত রুপকল্প, মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল ও ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের অগ্রনী ভূমিকা প্রয়োজন। ২০ হাজার ১৩’শ মিডলেভেল প্রকৌশলীদের উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহন করলেও কিছু স্বার্থান্বেষী ডিগ্রীধারী প্রকৌশলীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সামনে আইডিবি’র সম্মেলনে যোগ্য ও সঠিক নেতৃত্ব নির্বাচিত করে চলমান প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার আহবানও জানান তিনি।

 

তিনি আরও বলেন, আমাদের অস্তিত্ব, আত্ম-সম্মানে আইডিবিকে শক্তিশালী ও আরো গতিশীল করতে হবে। মধ্যম সারি ডিপ্লে¬ামা ডিগ্রীধারী প্রকৌশলীরা প্রান্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের প্রকল্প শতভাগ বাস্তবায়ন করে থাকেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত