বান্দরবানে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

Published: 28 May 2015   Thursday   

বান্দরবান সদর থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।

সদর থানা ওসি ইমতিয়াজ আহমেদ জানান, তার নেতৃত্বে গত বুধবার রাত আটটার দিকে পৌর এলাকা কালাঘাটায় অভিযান চালানো হয়। অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মংনুচিং মার্মাকে (২৭) গ্রেফতার করা হয়। তার পিতার নাম ম্যয়ুউ মার্মা। একই মামলার আসামী মংহ্লাচিং মার্মাকে (২৮) নিউ গুলশান এলাকা থেকে রাত একটার দিকে গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম ক্যউচিং মার্মা। তাদের বিরুদ্ধে সদর থানায় ২০০৮ সালে ৩২৩ ও ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়। আদালত তাদের দুইজনকে এক বছর করে সাজা প্রদান করে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত