বান্দরবানে ষ্টেডিয়ামের গ্যালারি নির্মান কাজের পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 28 May 2015   Thursday   

পার্বত্য মন্ত্রনালয়ের দেয়া ১ কোটি ৭ লক্ষ টাকার ব্যয়ে বান্দরবান ষ্টেডিয়ামে গ্যালারীর নির্মান কাজ বৃহস্পতিবার পরিদর্শন করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এসময় তিনি বলেন, বান্দরবান ষ্টেডিয়ামে নির্মান কাজের ত্রুটির কোন ও রকম প্রশ্ন উঠলে সংলিষ্ট কাউকেও ছাড় দেয়া হবে না। এ ব্যপারে তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান।

পরিদর্শনকালে এ সময় জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু জাফর,পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াই চাহ্লা মার্মা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, বান্দরবান সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ পিপি এম,জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,সদস্য ফিলিপ ত্রিপুরা,থোয়াইহ্লা অং মার্মা, জেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান,জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবি প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী শুক্রবার সকালের দিকে লেমুঝিড়ি পাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করবেন। একই দিন তিনি কাট্টলি পাড়ার বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

শনিবার সকালে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ডায়াবেটিক হাসপাতাল ভবনের সম্প্রসারন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। একই দিনে তিনি বান্দরবানের কেএসআই অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষক কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করার কথা রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত