বান্দরবানে একই পরিবারের দুই শিশুসহ ৪জনকে গলা কেটে হত্যা

Published: 29 May 2015   Friday   

বান্দরবানের সদর উপজেলা কুহলাং ইউনিয়নের ক্যামলং এলাকার মোতালেব পাহাড়স্থ একই পরিবারের দুই শিশুসহ চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কহলের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। শুক্রবার সকালের দিকে এ চার জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।

 

নিহতরা হলেন,কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার আব্দুল মোতালেবের বাগান বাড়ির কেয়ারটেকার সামিরা বেগম (৪০), মেয়ে সৈয়দা নূর (৪), তার বড় ভাই মোহাম্মদ আমীন (৪৫)  ভাইয়ের ছেলে জোনায়েত (১২)।

 

পুলিশ জানায়, কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকার আব্দুল মোতালেবের বাগান বাড়ির কেয়ারটেকার হিসেবে নিহত সামিরা বেগম প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। এ বাগান বাড়িতে তার সঙ্গে বসবাস করছেন তার মেয়ে সৈয়দা নূর, বড় ভাই মোহাম্মদ আমীন  ভাইয়ের ছেলে জোনায়েত । বৃহস্পতিবার রাত আটটার দিকে কোনো এক সময় এ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর থেকে আমীনের তৃতীয় স্ত্রী হাছিনা বেগম ও তার ভাইয়েরা পলাতক রয়েছে। ভাইয়ের তৃতীয় স্ত্রী হাছিনা বেগমের সঙ্গে আমীনের পারিবারিক কহল চলছিল দীর্ঘদিন ধরে। পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে পারিবারিক কহলের জের ধরে তৃতীয় স্ত্রীর ভাইয়েরা এ হত্যাকান্ড ঘটাতে পারে। ঘটনাস্থল থেকে পুলিশ  হত্যা কান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত জব্ধ করেছে।

 

আব্দুল মোতালেবের পার্শ্ববর্তী বাগানের মালিক গোপাল দাশ তার বাগানের কেয়ারটেকার হ্লাথুই মার্মার উদ্ধৃতি দিয়ে জানান, মোহাম্মদ আমীনের তিনটি বউ। তৃতীয় বউ হাছিনা বেগম স্বামী আমীনের সঙ্গে খামার বাড়িতে এসে মাঝে মধ্যে ঝগড়া করতো। হাছিনা বেগমের তিন ভাই রয়েছে। একবার আমীন তার তৃতীয় বউকে মেরে হাত ভেঙ্গে দেয়। বৃহস্পতিবার সকাল থেকেই হাছিনা বেগম ও তার এক ভাইকে ওই বাগান বাড়ির এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন। পরদিন শুক্রবার সকালে বাড়ির ভেতরে ও বাইরে চারজনের লাশ দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ চার জনের লাশ উদ্ধার করে। 

 

স্থানীয়রা দাবি করেছেন নিহতরা ওই এলাকায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসলেও তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

 

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদু উশৈসিং এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াইছা হ্লা র্মামা,বান্দরবানের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন,সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সফিকুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কাজী মুজিবুর রহমান,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা,কুহালং ইউপি চেয়ারম্যান চানু প্রু মারমা।

 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান,খবর পেয়ে বাগান বাড়ী থেকে শুক্রবার সকালের দিকে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে।  বৃহস্পতিবার রাতর ৮টার মধ্যে কোনো একসময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। কারণ রাতের জন্য রান্না করা ভাত পাতিলের মধ্যে রয়ে গেছে। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহত মোহাম্মদ আমীনের স্ত্রীসহ আত্মীয় স্বজনরা এ হত্যাকান্ড ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত