মহালছড়ি ও মাটিরাঙ্গায় পৃথক ঘটনায় দুই মহিলার লাশ উদ্ধার

Published: 28 May 2015   Thursday   

খাগড়াছড়ির মহালছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় পৃথক দুটি ঘটনায় বৃহস্পতিবার দুই মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মহালছড়ি উপজেলা ৪নং মাইসছড়ি ইউনিয়নের বৃহষ্পতিবার পাকিজ্যাছড়ি যতন কার্বারী পাড়া সংলগ্ন চেঙ্গী নদীতে মৃত দেহ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয় । পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেছে। উদ্ধারকৃত লাশ জেমী খীসা(২৬) বলে সনাক্ত করা হয়েছে। তার বাবার নাম অরুন জ্যোতি খীসা। এ ঘটনায় একটি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেমায়ূন কবির চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাকিজ্যাছড়ি জামতলা চেঙ্গী নদীতে মৃতদেহ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। উদ্ধার করা লাশ ইটছড়ির প্রতিবন্ধী এক মেয়ে ।

অপরদিকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়া এলাকার একটি বাশঁবাগান থেকে মোসাম্মদ কুলসুমা আক্তার(১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দা মোঃ আব্দুল মান্নান(কবিরাজ) এর মেয়ে ও মোঃ ইকবাল হোসেনের স্ত্রী । পারিবারিক দ্বন্ধের কারণে সে আত্নহত্যা করতে পারে বলে ধারনা।

৩/৪মাস পূর্বে মোঃ ইকবাল হোসেনের সাথে কুলসুমা আক্তারের বিয়ে হয় । বিয়ের পর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো বলে জানান নিহতের মা মমতাজ বেগম ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার থেকে গৃহবধুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে । প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে । লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত