কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল কাদের মানিককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত ¡পেয়েছেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
প্রসঙ্গত, নানান অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল হক কচিকে ২২ মে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জাকির হোসেন চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা স্বাক্ষরিত পত্র মূলে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে গত ২৩ মে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো: একরাম হোসেন। বৈঠকে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ফজলুল কাদের মানিককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এর প্রেক্ষিতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: একরামুল হক ৩০ মে স্বাক্ষরিত পত্র মূলে ফজলুল কাদের মানিককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে চূড়ান্তভাবে দায়িত্ব প্রদান করেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে তথা নেতৃত্ব সংকট দূর করতে মালিককে জৈষ্ঠ্যতার ভিত্তিতে এ পদে নিয়োজিত করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.