রাঙামাটিতে জেলা ছাত্রলীগের সন্মেলন অনুষ্ঠিত

Published: 02 Jun 2015   Tuesday   
no

no

মঙ্গলবার রাঙামাটিতে জেলা ছাত্রলীগের  জেলা শাখার সন্মেলন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট প্রাঙ্গনে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সন্মেলনের উদ্ধোধক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।  অনুষ্ঠনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের  কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারন সম্পাদক সিদ্দিকী নাজসুল আলম। স্বাগত বক্তব্যে দেন  ছাত্রলীগের জেলা শাখার সাধারন সম্পাদক সাইফুল আলম সাইদুল। দিন ব্যাপী সন্মেলনে জেলার দশ উপজেলা থেকে  নেতাকর্মীরা অংশ নেন।

সন্মেলনের দ্বিতীয় অধিবেশেন বিকালে সাংগঠনিক কর্মকান্ড নিয়ে আলোচনা ছাড়াও ৪৫০ জন কাউন্সিলর জেলা কমিটির নেতৃত্ব  নির্বাচিত করবেন।  

উদ্ধোধকের বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ পার্বত্যঞ্চলের উন্নয়ন সকল জনগোষ্ঠীর মাঝে সমভাবে প্রতিষ্ঠা করার জন্য ছাত্রলীগকে কাজ করার আহ্বান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হলে অবশ্যই জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে। আর জাতীয় রাজনীতিতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। তিনি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতা কথা তুলে ধরে আরও বলেন, পৃথিবীর অনেকে দেশে এরকম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  কিন্তু  পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য দেশের  চুক্তির সাথে তুলনা করলে বোঝা যায় পার্বত্য শান্তি চুক্তি কতটুকু বেশি বাস্তবায়িত হয়েছে।  তিনি পার্বত্য চট্টগ্রামে আওয়ামীলীগ বিভিন্ন উন্নয়ন কাজ করে গেলেও এখানকার এক আঞ্চলিক নেতা পাহাড়ি নেতৃবৃন্দদের জাতীয় রাজনীতি ছেড়ে আঞ্চলিক রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বাননের  সমালোচনাও করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালের ৩০ জুলাই সবর্শেষ  ছাত্রলীগের জেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত