মহাপুরুষদের জীবন ও কর্মকৃতি অধ্যয়ন-অনুসরণ মানুষের জীবনের জন্য গুরুত্ববহ

Published: 03 Jun 2015   Wednesday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, মহাপুরুষদের জীবন-কর্মকৃতির অধ্যয়ন ও অনুসরণ মানব জীবনে অত্যন্ত গুরুত্ববহ। স্বাভাবিক জীবনকে অসাধারণ শ্রম আর সাধনায় নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষতার চরম শিখরে নিয়ে তাঁরা যুগে যুগে মানুষকে ক্রান্তিকাল মোকাবিলার পথ দেখান। তাই তাঁরা জীবিত দেবতা এবং তাঁদের মৃত্যু অবিস্মরণীয়।

তিনি বুধবার জেলার রামগড় পৌরশহরে ‘শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী সেবাশ্রম’-এ লোকনাথ বাবার ১২৫-তম তিরোধান বার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজকর্মী রিংকু ঘোষের সভাপতিত্বে গর্জনতলীস্থ আশ্রম প্রাঙ্গনে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রম ও মিশনের সভাপতি ভুবন মোহন ত্রিপুরা, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় লোকনাথ আশ্রমের সা: সম্পাদক প্রদীপ দেবনাথ ও পৌর কাউন্সিলর বিষ্ণু কুমার দত্ত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত