খাগড়াছড়িতে উৎসব আমেজে লোকনাথ ব্রম্মচারীর তিরোধান বার্ষিকী পালিত

Published: 03 Jun 2015   Wednesday   

বুধবার খাগড়াছড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর ১২৫-তম তিরোধান বাষিকী দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও দিনভর ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

জেলা শহরের সিঙ্গিনালাস্থ আশ্রম অঙ্গনে আয়োজিত অনুষ্ঠানমালায় জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এড. বিধান কানুনগো এবং পূজা উদযাপন পরিষদের জেলা সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য উপস্থিত ধর্মপ্রাণ নর-নারীদের স্বাগত জানান।

আশ্রমের সহ-সভাপতি জিতেন নারায়ণ ত্রিপুরা জানান, বিগত একযুগে প্রতিষ্ঠানটি সরকারী-বেসরকারী সাহায্য এবং দানশীল মানুষদের সহযোগিতায় সন্তোষজনক গতিতে এগিয়ে চলছে।

প্রতিবছর বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প, যথাসাধ্য দরিদ্র ও মেধাবীদের শিক্ষা সহায়তার পাশাপাশি এবছর থেকে ১০ আসন বিশিষ্ট একটি অনাথালয় চালু করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত