আগামী ৯ জুন ত্রিপুরা সাহিত্যিক ও ধর্মীয় সংস্কারক বলংরায় সাধু’র ২২-তম মৃত্যুবার্ষিকী

Published: 03 Jun 2015   Wednesday   

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ত্রিপুরা জনগোষ্ঠির পথিকৃৎ সাহিত্যিক এবং ধর্মীয় সংস্কারক প্রয়াত বলংরায় সাধু’র ২২-তম মৃত্যুবার্ষিকী আগামী ৯ জুন।

এ উপলক্ষে বলংরায় সাধু ফাউন্ডেশন’র উদ্যোগে জেলাশহরের চেঙ্গীব্রীজ সংলগ্ন শেফালিকা ভবনে দিনব্যাপী আলোচনা সভা, প্রয়াতের সাহিত্য নান্দীপাঠ, নাম সংকীর্ত্তন এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

ফাউন্ডেশনের সা: সম্পাদক ও কবি অলিন্দ্র ত্রিপুরা জানান, ত্রিপুরাদের ঐতিহ্যমন্ডিত সাহিত্যকৃতি এবং সাংস্কৃতিক জাগরণ সৃষ্টিতে বলংরায় সাধু’র অসামান্য অবদান রয়েছে। বিষয়টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত