খাগড়াছড়িতে বিষ পানে গৃহবধুর মূত্যুঃ স্বামী-আটক

Published: 03 Jun 2015   Wednesday   

খাগড়াছড়ির পৌরসভার ৬নং ওয়ার্ড পূর্ব শালবন এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী বিষ পানে একজনের মৃত্যু ঘটনা ঘটেছে । বুধবার এ ঘটনায় স্বামীর অতিরিক্ত বিষ প্রয়োগের আসমা আক্তার(১৮) নিহত হয়েছে বলে পরিবারের অভিযোগ পাওয়া গেছে। মাদকাসক্ত স্বামী মোঃ বাবুল(২০)কে আটক করেছে পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার পূর্ব শালবন এলাকায় পারিবারিকে কলহের জের ধরে স্বামী-স্ত্রী মদের সাথে দুজনে একসাথে বিষ পান করে । এক পর্যায়ে স্ত্রী আসমা আক্তার অতিরিক্ত বিষ পানে ছটপট করতে থাকলে এলাকাবাসী তাৎক্ষনিক উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা পর বুধবার ভোর রাতে কর্তব্যরত চিকিৎমক তাকে মৃত ঘোষনা করেন । এ সময় তার স্বামী বাবুল বিষ পানে ক্রিয়া কম হওয়াতে প্রানে বেচে যায় । বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতলের আবাসিক চিকিৎসক ডাঃ সন্জীব ত্রিপুরা ও ডাঃ সৌরভ বর্মন জানান, অতিরিক্ত বিষ পান করার ফলে চিকিৎসাধীন মহিলার মৃত্যু মুখে ঢলে পড়ে । তবে তার স্বামী চিকিৎসা চলছে ।

নিহত আসমা আক্তারের মা বিলবিস বেগম জানান, বিয়ে হয়েছে মাত্র ৭মাসে মতো তাতেই যৌতুকের জন্য চাপাচাপি করে নির্যাতন করে আমার কম বয়সী মেয়েকে মেরে ফেলা হয়েছে । এ ঘটনা সুষ্ঠু ও তদন্ত করে দৃষ্টান্ত শাস্তির দাবী করেন ।             

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসু উদ্দিন ভূইঁয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এসআই মির্জা আহমেদ মুক্তাকে তদন্ত কর্মকর্তা দায়িত্ব দেওয়া হয়েছে । থানায় মামলা করা হয়েছে এবং মাদকাসক্ত স্বামী পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত