খাগড়াছড়িতে ১লাখ ৫৬হাজার টাকার জালনোটসহ আটক হাফিজ আহমেদকে বুধবার পুলিশ কগনিজেন্স আদালতে ৫দিনের রিমান্ড চাওয়া পর জেলা কারাগারের প্রেরনের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদলত ।
মঙ্গলবার শহরের শাপলা চত্বর এলাকা থেকে পুলিশের পাতানো জালে ১লক্ষ ৫৬হাজার টাকার জালনোটসহ মোঃ হাফিজ আহমেদ(৪৭)কে আটক করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার মানিকছড়ি মাষ্টার পাড়া শেখ আহম্মেদের ছেলে ও গাড়িটানা আল মাদরাসাতুল হাফিজিয়া কারিমিয়া দারুল ইসলাহ ওয়াল আইদাম নামে এক শিক্ষা প্রতিষ্ঠানেরও শিক্ষক । প্রায়শই তাকে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিষ্ঠানটির নামে চাদা আদাঁয় করতে দেখা যায় ।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমানের কৌশুলী নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান ও গোয়েন্দা শাখার ডিআই-১ আঃ সামাদ মোড়লের নেতৃত্বে পুলিশ তৎপরতা চালায় । দীর্ঘ ৩ ঘন্টা তৎপরতা চালানোর পর ১লক্ষ ৫৬হাজার জালনোটসহ মোঃ হাফিজ আহমেদ মানিকছড়ি থেকে খাগড়াছড়িতে এসে জেলা শহরের মুক্তমঞ্ছ এলাকায় পুলিশের পাতানো জালে ধরা দেয় ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসু উদ্দিন ভূইঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান জালনোটসহ আটক হাফিজের বিরুদ্ধে থানায় মামলার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.