বান্দরবান জজ আদালত চত্বরে নতুন মসজিদ নির্মান কাজের উদ্বোধন

Published: 03 Jun 2015   Wednesday   

বুধবার জেলা ও দায়রা জজ শফিকুর রহমান আদালত চত্বরে নতুন মসজিদের নির্মান কাজের উদ্ধোধন করেছেন। বিশিষ্ট সমাজ সেবক মুফতি আবদুর রহিম ও স্থানীয় বিত্বশালীদের সহায়তায় মুসল্লীদের জন্য এই মসজিদটি নির্মান করা হচ্ছে। মসজিদটি নির্মান হলে বিচারপ্রার্থী ছাড়াও মেম্বারপাড়া, আর্মিপাড়া, নোয়া পাড়া, জজ আদালত এলাকাসহ স্থানিয় মুসল্লীরা নামাজ আদায়ের সুযোগ পাবে বলে জানিয়েছেন সংশ্ল্ষ্টিরা।

 নির্মান কাজের উদ্ধোধনের সময় জেলা দায়রা জজ ছাড়াও অন্যান্যদের মধ্যে বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আহম্মেদ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আবদুর রহিম চৌধুরী, জেলা বারের সহ সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারন  সম্পাদক এডভোকেট খলিলুর রহমান,  ঠিকাদার আবিদ হোসেন মানু, ঠিকাদার জাফর আহম্মদ, জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বেদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত