বুধবার জেলা স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অভিনাশ দাশ রানার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কমলময় তংচঙ্গ্যা,মংসিং মং মার্মা, উসিংমং মার্মা,যুগ্ন সাধারন সম্পাদক সিংথোয়াই মার্মা,র্মংয়েনু মার্মা মংবাহেন মার্মা,আবু মঞ্জুর, শিবু বড়–য়া ও রাহুল বড়–য়া ছোটন প্রমুখ।
সভায় পুর্বের গঠিত বান্দরবান সদর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের কমিটির অনুমোদন প্রাপ্ত কমিটি হস্থান্তর করা হয়। এতে সভাপতি পদে মংক্যাসিং মার্মা,সাধারন সম্পাদক মোঃ শাজাহান,এবং সাংগঠনিক সম্পাদক হচ্ছেন ডাঃ পাইনু মং মার্মা নির্বাচিত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.