ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা

Published: 03 Jun 2015   Wednesday   

নবগঠিত বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমাকে মনোনীত করায় অভিনন্দন জানিয়েছে ছাত্রলীগের রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নেতৃবৃন্দ। 

বুধবার রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও সাধারন সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমাকে মনোনীত করায় বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারন সম্পাদক সিদ্দিকি নাজমুল আলশকে ছাত্রলীগ রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত