মাটিরাঙ্গায় টয়লেটের সেফটি ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে নিহত ২: আহত ১

Published: 04 Jun 2015   Thursday   

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তবলছড়ি ইউনিয়নের সিংহ পাড়ায় মোবাইল সেট তুলতে গিয়ে টয়লেটের সেফটি ট্যাংকে পড়ে গ্যাস ক্রিয়ায় আক্রান্ত হয়ে মহিলাসহ ২জনের মৃত্যু ও অপর ১জন গুরুত্বর অসুস্থ হয়েছে । বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে । মৃতরা হলেন সিরাজুল ইসলামের স্ত্রী মরিয়ম আক্তার বিবি(৪২) ও মোঃ আবু তাহেরের ছেলে মীর হোসেন মোহাম্মদ(২৮)। এ ঘটনার উদ্ধার করতে গিয়ে গ্যাস ক্রিয়ায় মোঃ মকবুল হোসেন(৫২) নামে অপর একজন গুরুতর  অসুস্থ হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহ পাড়া এলাকায় বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টয়লেটের সেফটি ট্যাংকে মীর হোসেনের মোবাইল সেটটি পড়ে যায়। এসময় ট্যাংকের ভেতরে নেমে মোবাইল তুলতে গিয়ে গ্যাস ক্রিয়া আক্রান্ত হয়ে মারা যান মীর হোসেন। এতে মীর হোসেনের আসতে দেরী হওয়ায় মরিয়ম বিবি ও মকবুল হোসেন তাকে সাহায্য করতে এগিয়ে যান। এর মধ্যে গ্যাস ক্রিয়ায় আক্রান্ত হয়ে মরিয়ম বিবি ঘটনা স্থলে মারা যান এবং মকবুল হোসেন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে।

তবলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । নিহতদের উদ্ধার করা হয়েছে ।

মাটিরাঙ্গা উপজেলা তবলছড়ি পুলিশ ফাড়ি’র দায়িত্ব প্রাপ্ত এসআই মোঃ মাহফুজ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত