খাগড়াছড়ির বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীনচন্দ্র চাকমার মাতা পরলোকগমন: নেতৃবৃন্দের শোক

Published: 04 Jun 2015   Thursday   

খাগড়াছড়ির জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার মাতা সরোজ বালা চাকমা বৃহস্পতিবার বেলা ১টা ৪০মিনিটে শহরের মহাজনপাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি র্দীঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন।

প্রবীন চন্দ্র চাকমার মাতার মৃত্যুতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

এদিকে, এক শোকা বার্তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য  জেলা বিএনপি`র সভাপতি ওয়াদুদ ভূইয়া, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো মোস্তাফিজুর রহমান মিল্লাত শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা  গভীর শোক প্রকাশ করে পরলোকগমনকারীর আত্মার প্রতি সদগতি কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত