মানিকছড়িতে শান্তি মুক্তি বৌদ্ধ বিহার সংস্কারের দাবী এলাকাবাসীর

Published: 04 Jun 2015   Thursday   

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলোর যোগ্যাছোলার ইউনিয়নের দূর্গম গুজাপাড়া এলাকার শান্তি মুক্তি বৌদ্ধ বিহারের সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে বৌদ্ধ বিহারটি ক্ষতিগ্রস্ত হয়।

জানা গেছে,চাকমা সম্প্রদায়ের ১৪০ পরিবারের জন্য একমাত্র উপাসনালয় কেন্দ্র গুজাপাড়া শান্তি মুক্তি বৌদ্ধ বিহারটি। ২০০৪ সালে এলাকাবাসী নিজেদের অনুদানে বৌদ্ধ বিহারটি স্থাপন করেন। সম্প্রতি বৈশাখী ঝড়ে বিহারের সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়। ফলে খোলা আকাশের নিচে পূজা প্রার্থনাসহ  ধর্মীয় কার্যক্রম করতে হচেছ।

গ্রামবাসী মোহন চাকমা বলেন, এ এলাকায় গহিন অরণ্য বেষ্টিত হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে থাকায় এই এলাকায় সরকারী/বেসরকারী সংস্থার এখনো কোন ছোয়া লাগেনি।  ফলে গ্রামের লোকাজন  শিক্ষা ও চিকিৎসা সেবা থেকে অনেক পিছিয়ে রয়েছে। মুর্মূষু কিংবা মহিলা ডেলিভারী রোগী নিয়ে যেতে হয় ২০থেকে২৫ কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা সদরে  নিয়ে যেতে হয়। তার মধ্যে রোগী নিয়ে যাওয়ার পথে  অনেকের মৃত্যু হয়। ১০থেকে ১৫কিলোমিটার দুরে রয়েছে প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় ছাড়া গ্রামের আশে-পাশে কোন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান নেই।

শান্তি মুক্তি বৌদ্ধ  বিহার পরিচালনা কমিটির সভাপতি সুমন কান্তি চাকমা বলেন,অবহেলিত এ জনপদে সরকারী সাহায্য সহযোগীতা যেন অমাবস্যার চাঁদ। ফলে তাদের এলাকার লোকের দান-অনুদানে এ মন্দিরটি স্থাপন করে ধর্ম পালন করে আসছেন। সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে বিহারটি সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বৌদ্ধ বিহারের দ্রুত সংস্কারে জন্য সু-দৃষ্টি কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত