বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
পরিষদ চেয়ারম্যান কক্ষে ছাত্রলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে গেলে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তাদের অভিনন্দন জানান। এসময় সৌজন্য সাক্ষাৎকালে পরিষদ সদস্য সাধন মনি চাকমা ও থোয়াই অং মারমা ছাড়াও জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে এ সংগঠন সবসময় কাজ করে। তাই দলের আদর্শ ও নীতিগুলো মেনে আগামীতে জেলা ছাত্রলীগকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, শুধু জেলাতে নয় আগামীতে কেন্দ্রীয় পর্যায়ে থেকে দলের জন্য কাজ করার মন মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামীলীগ সরকারই পারে এ দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে পারে মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.