ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে শুক্রবার রাঙামাটি শহরের গর্জনতলী এলাকায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ত্রিপুরা সম্প্রদায়ের যুবকদের মাদকমুক্ত ও উদীয়মান ফুটবল খেলোয়াড় তৈরির উদ্দেশ্য এ টুর্নামেন্টের আয়োজন।
টুর্নামেন্টের উদ্ধোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন চৌধুরী। এ সময় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক টিটু ত্রিপুরাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনকালে আকবর হোসেন চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধুলার মাঠমুখী করতে হবে তাই খেলাধুলার প্রতি যুবকদের এগিয়ে আনতে এ টুর্নামেন্ট। তিনি বলেন, বিশেষ করে বেকার যুবকরা কর্ম না থাকার ফলে বেশীরভাগ সময় মাদক ও নানা অপকর্মের পেছনেই সময় ব্যয় করে। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার একটিই উদ্দেশ্য সেটি হলো নিজেদের সম্প্রদায়ের যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত রেখে খেলাধুলার প্রতি মনোযোগি করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.