বান্দরবানে চাঞ্চল্যকর ৪খুনের মালার আসামী গ্রেফতার

Published: 05 Jun 2015   Friday   

বান্দরবানে চাঞ্চল্যকর চার খুনের মামলার  আসামী মোনাফ(৩৫)কে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

জানা  গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহাম্মেদ, পিপি,এম এর নেতৃত্বে  বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার  চার খুনের আসামী মোনাফকে চট্টগ্রামের পটিয়া থানার মনসারটেক  থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর  জেলা আদালতে  তোলার পর আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

উল্লেখ্য,  ২৮ মে বান্দরবানে পারিবারিক কলহের জের ধরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ার পাশে আব্দুল মোতালেবের ঘোনা কাঠাল বাগান এলাকায় মোঃ ইলিয়াছ (৪), জোনায়েদ (১০), মোঃ আমিন (৪২) ও ছমিরা বেগম (৩৮) কে জবাই করে হত্যা করে। এ ঘটনায় হত্যার মূলপরিকল্পনাকারী নূর বাহার (৪৩) কে গ্রেফতার  করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত