রাঙামাটির কাপ্তাই হ্রদেক অজ্ঞাতনামা কিশোরীর ভাসমান লাশ উদ্ধার

Published: 13 Jun 2015   Saturday   

শনিবার রাঙামাটি শহর সংলগ্ন কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে পাঁচটার সময় রাঙামাটি পুলিশ সুপারের বাসভবনে পেছনে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে জেলা পুলিশের এডিশনাল এসপি শহিদ উল্লাহ, এসআই জাকির হোসেন, এসআই শাহআলম ও এসআই ইউছুপ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষনিকভাবে কোনো প্রকার নাম-ঠিকানা না পাওয়ায় প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হবে জানিয়েছেন সহকারি পুলিশ সুপার শহিদ উল্লাহ।

পুলিশের প্রাথমিক ধারনা, পানিতে পড়ে সাঁতার না জানার কারনেই কিশোরীটির মুত্যৃ হয়ে থাকতে পারে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত পাওয়া যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত