কাউখালীতে জালনোটসহ যুবক আটক

Published: 13 Jun 2015   Saturday   

রাঙামাটির কাউখালীতে এক হাজার টাকা মূল্যমানের ৬টি জালনোটসহ আটক মোঃ মামুন (২১) কে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

জানাগেছে, শুক্রবার বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বেতবুনিয়া রাবার বাগান পুলিশ চেক পোষ্ট এলাকায় নম্বর বিহীন একটি মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করাহয়। সে বেতবুনিয়া হেডম্যান পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে কাউখালী থানা পুলিশ।

এদিকে,আটক মামুন নিজেকে নির্দোষ দাবি করে জানায়, ব্যবসায়িক লেনদেনের সময় কেউ আমাকে এসব জাল নোট সরবরাহ করেছে।

কাউখালী থানার এএসআই সফিকুল হাই জানান, কাউখালী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা মামুনের শরীর তল্লাশী করে ছয়টি জালনোটসহ তাকে আটক করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত