১৬ জুন রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ

Published: 14 Jun 2015   Sunday   

রাঙামাটির লংগদু উপজেলার ভেইবোনছড়ায় ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে রোববার কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্টের(ইউপিডিএফ)। সমাবেশ থেকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ১৬ জুন রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। 

ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিট সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কতুকছড়ি ইউপিডিএফ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাংগামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও সাধারন সম্পাদক অনিল চাকমা প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় ফটক থেকে শুরু কতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফ জেলা কার্যালয়ের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু তা না করে উল্টো তিনি ইউপিডিএফ কর্মী হত্যার মিশন চালিয়ে শাসকগোষ্ঠির হয়ে কাজ করছেন। পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন, নারী ধর্ষণ, ভূমি বেদখল ও ধরপাকড়ের মত মানবাধিবার লঙ্ঘনের প্রতিবাদ না করে ইউপিডিএফের নেতা-কর্মী হত্যায় মেতে উঠেছেন। আন্দোলনের নামে ভাওতাবাজি করে জুম্মো ধ্বংসের খেলায় মেতে উঠেছেন।

বক্তারা যুদ্ধমনি, রূপময়, সুমন চাকমাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া উক্ত ঘটনার প্রতিবাদে নানিয়ারচর ও কাউখালী উপজেলায়ও বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে প্রেস বার্তায় বলা হয়েছে।

ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ: 
ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিট সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ হত্যাকান্ডের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফ সদস্যরা লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে যুদ্ধমনি চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে জনসংহতি সমিতির একদল সশস্ত্র হানা দিয়ে অতর্কিতে ব্রাশ ফায়ার করে তিন ইউপিডিএফ সদস্যকে হত্যা করে।

প্রেস বার্তায় আরও অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমা একজন দানবে পরিণত হয়েছেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নে অসহযোগ আন্দোলনের কথা বলে তিনি জনগণকে বিভ্রান্ত করে আবারো হত্যাকান্ডেমেতে উঠেছেন। প্রেস বার্তায় উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত গ্রেফতার, পার্বত্য আঞ্চলিক পরিষদ থেকে সন্তু লারমাকে অপসারণ করে তার বিচার ও সন্তু গ্র“পের সরকারী মদদদান বন্ধের দাবি জানানো হয়েছে প্রেস বার্তায়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত