কাপ্তাই উপজেলা কৃষকলীগের কমিটি গঠন

Published: 15 Jun 2015   Monday   

সোমবার কৃষকলীগের কাপ্তাই উপজেলা শাখার কউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে মো: শামশুল আলম ও সাধারন সম্পাদক পদে সুধির তালুকদার নির্বাচিত হয়েছেন।

কাপ্তাই উপজেলা পরিষদ সন্মেলন সম্মেলন কক্ষে সভায়  উপস্থিত থেকে বক্তব্যে দেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহিদ আক্তার, যুগ্ম সম্পাদক সুবর্ণ ভট্টাচার্য, উপজেলা আ’লীগের সহ সভাপতি দিপ্তিময় তালুকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক বিএন তনচংগ্যা।

পরে সভায় সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা কৃষকলীগের কমিটি গঠন করা হয়। এতে কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হিসেবে মো: শামশুদ্দিন, সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা জটিল, ক্যহলাপ্রু মারমা (তুষার), রাজচন্দ্র তঞ্চঙ্গ্যা, মো: আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহাবুব আলম তালুকদার, মো: আবু তালেব, মতি লাল ঘোষ, সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জিত তঞ্চঙ্গ্যা, চিকন চাঁন তঞ্চঙ্গ্যা, মো: সিরাজুল হক, অর্থ-সম্পাদক গোপাল বিশ^াস, আইন বিষয়ক সম্পাদক কল্প রঞ্জন মুৎসুদ্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শম্ভু বিশ^াস, দপ্তর সম্পাদক সুকান্ত তঞ্চঙ্গ্যা, তথ্য ও গবেষনা সম্পাদক আখতার হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক মো: আলম ড্রাইভার, কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো: ইউছুপ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক ডা: পুলক চক্রবর্তী, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক সুমন বড়ুয়া, কৃষি ঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মজনু সওদাগর, পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক, থুইচিংমং মারমা, ভূমি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অরুন তঞ্চঙ্গ্যা, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বিকাশ তঞ্চঙ্গ্যা, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো: আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উথোয়াইমং মারমা, সহ আইন বিষয়ক সম্পাদক নিবাস চন্দ্র দে, সহ-প্রচার সম্পাদক শহিদুল আলম, সহ-দপ্তর সম্পাদক বিন্দুলাল তঞ্চঙ্গ্যা, সহ মহিলা বিষয়ক সম্পাদক নিপা তঞ্চঙ্গ্যা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত