ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে অর্ধ-দিবস সড়ক ও নৌ পথ অবরোধ পালিত

Published: 17 Jun 2015   Wednesday   

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ)তিন কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইউপিডিএফের ডাকে মঙ্গলবার রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ  পালিত হয়েছে। 

উল্লেখ্য,রোববার লংগদু উপজেলার ভাইবোন ছড়ার গোলাছড়ি এলাকায় দুর্বত্তদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের তিন কর্মী যুদ্ধমনি চাকমা, রুপময় চাকমা ও সুমন চাকমা চাকমা নিহত হয়। এ ঘটনায় নিহত যুদ্ধমনি চাকমার স্ত্রী লংগদু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইউপিডিএফের পক্ষ থেকে এ হত্যাকান্ডে প্রতিপক্ষ জনসংহতি সমিতিকে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

গতকাল সকালে  অবরোধ চলাককালে রাঙামাটির সাথে দুরপাল্লার সড়ক ও নৌ  পথে সকল প্রকার যানবাহন ও লঞ্চ চলাচলাচল বন্ধ  ছিল। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ ।  অবরোধ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে ইউপিডিএফের জেলা সংগঠক সচল চাকমার স্বাকক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, অবরোধ চলাকালে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা রাঙামাটি জেলা সদরের বেতার কেন্দ্র এলাকা, মানিকছড়িসহ বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। এছাড়া জেলার নানিয়ারচর, কাউখালী, বাঘাইছড়িসহ অন্যান্য উপজেলাগুলোতেও শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে।

প্রেস বার্তায় ইউপিডিএফফের তিন কর্মীকে হত্যার ঘটনায় প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করেনি উল্লেখ করে ঘটনার জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে। অন্যথায়  আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত