দীঘিনালায় মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু

Published: 09 Oct 2014   Thursday   

ধর্ম যার যার উৎসব সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বী সম্প্রদায়ের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা বন বিহারে দুই দিনব্যাী কঠিন চীবর দানোৎসব’র উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ ও প্রয়াত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শিষ্য নন্দপাল মহাস্থবির। উদ্বোধনকালে তিনি ইহুকালের লোভ লালসা ও মোহ ছেড়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে পরকালে নির্বাণ লাভের আশায় ধর্মপরায়ন হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।এসময় ধর্মপ্রান দায়ক দায়িকারা পঞ্চশীল প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলন করেন। আজ (বৃহস্পতিবার) বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ধর্মসভা। সভায় থাইল্যান্ডের ধর্মদূত ফেরা উইসন পেয়াখুন, ফেরা আনন অক্ষপং ভিক্ষু ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্য রাখবেন বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত উপজেলার শতাধিক বৌদ্ধ মন্দিরে পর্যায়ক্রমে নানা আয়োজনের মাধ্যমে এ প্রধান ধর্মীয় উৎসব পালন করা হবে বলে ধর্মীয় নেতারা জানিয়েছেন।উল্লেখ্য,এ বছর দুর্গাপূজা, ঈদুল আযহা ও কঠিন চীবর দানোৎসব পাশাপাশি হওয়ায় উপজেলার সর্বত্র বইছে উৎসব মুখর পরিবেশ।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত