লামায় ভূমি দস্যুদের হামলার একই পরিবারের ৭জন গুরুতর আহত

Published: 16 Jun 2015   Tuesday   

বান্দরবানের লামায় উপজেলায়  ভূমি দস্যুদের হামলায় ৭ জন আহত হয়েছে।

জানাগেছে, উপজেলার মোঃ আব্দুল মজিদের নের্তৃত্বে ৪০/৪৫জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ধারালো অস্ত্র শস্ত্র ও লাঠিসোটা নিয়ে আজিজনগরের দেলোয়ার হোসেনের ৪০বছরের ভোগ দখলীয় ৪একর জায়গায় জবরদখলের উদেশ্যে হামলা চালায়। জায়গার মালিক পক্ষ এতে বাধা দিলে জবরদখল কারীরা তাদের ৭জনকে বেদড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন(৩৮) পিতা- মৃত মনু মিয়া, মোঃ আমির হোসেন(৪০) পিতা- মৃত মনু মিয়া, ফিরুজা বেগম(৩২) স্বামী- মোঃ দেলোয়ার, হোসনেয়ারা(৩০) স্বামী- মোঃ আবুল, ফজর বানু(৩০) স্বামী- মোঃ হারুণ, কহিনুর বেগম(৩৪) স্বামী- মোঃ আমির হোসেন ও মনু মিয়া(৫৫) পিতা- মৃত আব্বাস আলী। আহতরা লামা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান কর্তব্যরত ডাঃ মৃদুল কান্তি দেব। তাদের লামা হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

সুত্র জানায়, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি এলাকার ৯নং ওয়ার্ডের ধূাইল্ল্যা পাড়া এলাকার বাসিন্দা মৃত মনু মিয়া ছেলে দেলোয়ার হোসেন পৈত্রিক সম্পত্তি মূলে ১৯৮০-৮১ সালে আর/৬৬৫ নং হোল্ডিং এর ৪একর ২য় শ্রেণী জায়গায় ভোগদখল সহ বসতি স্থাপন করে আসছে। উক্ত জমির পাশে ৪ একর খাস জমি হেডম্যান রিপোর্ট মূলে ভোগদখল থেকে দীর্ঘ ৪০ বছর আবাদ করে আসছিল।

হামলাকারী আব্দুল মজিদের সাথে মুঠোফোনে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি  উক্ত খাস জায়গাটি দেলোয়ার থেকে বন্ধক নিয়ে ৭বছর যাবৎ ভোগ দখলে রয়েছেন। তিনি উক্ত জমিতে চারা লাগাতে গেলে ওরা বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে।

লামা থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই মোঃ করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত জায়গা নিয়ে উভয় পক্ষ থেকে লামা থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে বুধবার থানায় বৈঠকের কথা ছিল। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত