মঙ্গলবার খাগড়াছড়িতে খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা অবসর ভবনে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা। ছাত্রলীগ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আহবায়ক প্রজ্ঞাবীর চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মংশিপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ বিষয়ক ষ্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মো: দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুর উল্লাহ হিরো, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হোসেন প্রমূখ । প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো জহির উদ্দিন।
পরে সর্বসম্মাতিক্রমে মিন্টু ত্রিপুরাকে সভাপতি এবং আনুমং মারমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.