খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা অংথোয়াই মারমা আগুন আটক

Published: 17 Jun 2015   Wednesday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফ নেতা অন্যতম অভিযোগকৃত অংথোয়াই মারমা আগুনকে আটক করেছে।  সন্তু লারমার সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)’র সভাপতি মংসাজাই মারমা জাপান ও মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিক্ষক চিংসামং চৌধুরী হত্যার পরিকল্পনাকারী অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার নন্দ্যুক্কা এলাকায় গোপন সংবাদের  ভিত্তিতে সেনা বাহিনীর গুইমারা সাব-জোনের লে.মোঃ আবদুর রহমানের নেতৃত্বে একদল সেনাবাহিনী ইউপিডিএফের নেতা  অংথোয়াই মারমা ওরফে আগুন কে আটক করে ।  বুধবার তাকে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে নেয়া হলে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরনের নির্দেশ দেন।  

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে কোন কোন মামলা রয়েছে তা খতিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে,ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, এ হত্যাকান্ডের সাথে ইউপিডিএফ জড়িত নয়। অংথোয়াই মারমা ওরফে আগুন ওই এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়ার সাংগঠনিক কাজে যাওয়ার সময় উদ্দেশ্য মূলকভাবে তাকে আটক করে নির্যাতন করা হয়েছিল আইন-শৃংখলা বাহিনী ।  তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃতকে নিশর্তঃ মুক্তি দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত