জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির দন্ড বহালে রাঙামাটিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

Published: 18 Jun 2015   Thursday   

মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দন্ড বহাল রাখায় বৃহস্পতিবার আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নেতাকর্মীরা।

ছাত্রলীগের রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গনে আনন্দ মিছিল ও সমাবেশে  প্রধান অতিথি ছিলেন, ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী,  ছাত্রলীগের  রাঙামাটি সদর উপজেলার সভাপতি নজরুল ইসলাম, কলেজ শাখার সভাপতি সুলতান মুহাম্মদ বাপ্পা, আব্দুল রব, শহিদুল ইসলাম শহিদ, নাজমুল হক বাবু, আব্দুল মান্নান,  দীপংকর দে, দিদারুল আলম দিদার, মেজবা উদ্দিন, শাহ্ আলম, রাজু চৌধুরী, রাফিউল ইসলাম শিমুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালন করেন  সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ। সম্প্রতি প্রেট্রোল বোমায় নিহত রনজিত শর্মার  মৃত্যুর স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশ শেষে কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত