রাঙামাটিতে গর্জনতলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Published: 19 Jun 2015   Friday   

শুক্রবার রাঙামাটিতে গর্জনতলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ওয়েস্ট গর্জনতলী দলকে ২-০ গোলো পরাজিত করে  বাবলু স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়ার শ্লোগানকে সামনে রেখে শহরের গর্জনতলী এলাকার মধ্যম দ্বীপ মাঠে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও গর্জনতলী যুব সমাজ উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা ।ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি ও ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক টিটু ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের প্রাক্তন সহ-সভাপতি অশোক ত্রিপুরা, প্রাক্তন সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, বলাকা ক্লাবের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা ও বিশিষ্ট ক্রীড়াবিদ দীলিপ বড়–য়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরা।

ফাইনাল খেলায় বাবলু স্মৃতি সংসদ বনাম ওয়েস্ট গর্জনতলী দল অংশগ্রহণ করে। খেলায় ওয়েস্ট গর্জনতলী দলকে ২-০ গোলো পরাজিত করে  বাবলু স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন ট্রফি ও ৩ হাজার টাকার চেক জিতে নেয়। অন্যদিকে রানার্স আপ দলকে ট্রফি ও ২ হাজার টাকার চেক প্রদান করা হয়। খেলায় শ্রেষ্ঠ গোলদাতা হিসেবে সাজু ত্রিপুরা এবং শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে শ্রেষ্ঠ ত্রিপুরাকে ট্রফি প্রদান করা হয়। প্রধান রেফারী হিসেবে দীপু মারমা এবং সহকারী রেফারী হিসেবে  লিপু তনয় ও সজীব ত্রিপুরা খেলা পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্য পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয় ও মাদকমুক্ত করতে ক্রিড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া যেমন শরীর ও মনকে সুষ্ঠ রাখে তেমনি মাদক থেকেও দূরে রাখতে সাহায্য করে। তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে সমাজে সম্প্রীতি ও ভ্রার্তত্বের সেতুবন্ধন গড়া বন্ধন  সম্ভব। আলোকিত সমাজ বিনির্মাণে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের এ ধরনের উদ্দ্যেগকে তিনি স্বাগত জানান। তিনি ত্রিপুরা স্টুডেন্টের পাশাপাশি সমাজের অন্য যুবকদের এ ধরনের উদ্দ্যেগে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত