শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়ন হাজাছড়া এলাকায় ট্রাক্টর উল্টে ১ কৃষক নিহত হয়েছে।
জানা গেছে, শনিবার সকালের দিকে বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক গ্রামের মোঃ সিরাজুল হক ছেলে মোঃ আমির উদ্দিন সাজেক ইউনিয়ন হাজাছড়া এলাকায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে টাক্টর উল্টে গিয়ে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্থানীয় টাক্টর চালক সমিতির সভাপতি দায়িত্বে ছিলেন।
এদিকে ট্রাক্টর সমিতির পক্ষে থেকে এক প্রেস বার্তায় নিহত আমির উদ্দিনের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.