সোমবার খাগড়াছড়ির রামগড় উপজেলায় সড়ক দুর্গটনায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা বেগম (৫৫)।
জানা গেছে, সোমবার উপজেলার পাতাছড়া বাজারের পাশের বিদ্যালয় থেকে ১৮ দিন বয়সি নাতি আরাফাতা হোসেনকে টিকা খাইয়ে রাস্তা পাড় হওয়ার সময় একটি যাত্রীবাহী একটি সিএনজি ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এ সময় ফাতেমার কোলে থাকা ১৮ দিন বয়সের নাতি আরাফাত হোসেন আহত হয়। নিহত ফাতেমা বেগম পাতাছড়ার বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের স্ত্রী ও আহত নাতি মিরস্বরাই থানার মোঃ সিরাজ ও রাজিয়া বেগমের শিশুপুত্র।
রামগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তারেক নিজামী জানান,সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ও এক শিশু আহত হয়েছে। আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.